৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Published : 30 Mar 2024, 08:55 PM
গাজীপুরে ১২ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত টঙ্গী, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাফিজুর ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় হালিমা আক্তার (৩০) নামে এক তৈরি পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় পোশাক শ্রমিক ও স্থানীয়রা জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে।
নিহত হালিমা আক্তার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাচারী পোড়াডাঙ্গা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী শ্রমিক সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। বিআরটির মাঝের লেনে পৌঁছলে গাজীপুরমুখী একটি গাড়ি হালিমাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানায়, এ ঘটনার পর জনতা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার কাজ চলছে।
মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ জানান, রাত ২টার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ফাতেমা বেগম (৩৫) নামের এক নারী পিকআপ চাপায় নিহত হয়েছেন।
ফাতেমা উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের নূর ইসলামের স্ত্রী।
পুলিশ জানায়, রাতে বেড়াইদেরচালার ২ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় ঝিনুক কার সার্ভিসিংয়ের সামনে ফাতেমা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী পিকআপটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ফাতেমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদত হোসেন জানান, শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
টান সূত্রাপুর এলাকায় জিএমএস গার্মেন্টেস কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।