নিহতের মা বাদী হয়ে এ মামলা করেন বলে জানায় পুলিশ।
Published : 06 Jan 2023, 03:06 PM
পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করায় গুলি করে রিকশাচালক মামুন হত্যার ঘটনায় মামলা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন এবং তার ভাই আনোয়ার হোসেনসহ অজ্ঞাত পরিচয় আরও চার পাঁচজনকে আসামি করা হয়েছে।
নিহত ২৬ বছর বয়সী মামুন হোসেন ঈশ্বরদী উপজেলা সদরের পিয়ারখালি এলাকার মানিক হোসেনের ছেলে। বুধবার রাতে আনোয়ারের গুলিতে মামুনের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় রকি হোসেন (২৬) ও সুমন হোসেন (২৮) নামের আরও দুজন আহত হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার বর্ণনায় ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, বুধবার রাত ৯টার দিকে ঈশ্বরদী পৌর সদরের কাচারী পাড়ায় ঈশ্বরদী ইপিজেড থেকে আসা দ্রুতগামী ভটভটি ও লেগুনা সংঘর্ষ হয়। এ সময় মামুনসহ স্থানীয় দোকানদাররা তাদের চালকদের বেপরোয়া গতিতে চলাচলে নিষেধ করে।
এতে ক্ষিপ্ত হয়ে ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই আনোয়ার হোসেন তার দলবল নিয়ে দোকানিদের ওপর চড়াও হয়।
পাবনায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে নিষেধ করায় হত্যা
তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আনোয়ার তার কোমরে থাকা পিস্তল বের করে সেখানে থাকা মামুন ও রকিকে গুলি করে। এ সময় আনোয়ারের সঙ্গীরা সুমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন বলে জানান অরবিন্দ।
তিনি বলেন, মামলার পর আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।