সুনামগঞ্জের শিয়ালের কামড়ে আহত ১৫

বুধবার সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে পাঁচ গ্রামে পাগলা শিয়াল হানা দেয়।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 07:32 AM
Updated : 11 August 2022, 07:32 AM

পাগলা শিয়ালের কামড়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া, উরুরগাও, কুশিউড়া, বড়খাল ও মির্জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোছাইন বলেন, “পাগলা শেয়াল বেশ কিছু লোকজনকে কামড়িয়েছে। এ ঘটনার পর গ্রাম গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি প্রশাসনের সংশ্লিষ্টদের জানিয়েছি।”

এ ঘটনায় আহতরা সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে বলে উরুরগাও গ্রামের বাবুল মিয়া সাংবাদিকদের জানান। তিনি নিজেও শেয়ালের কামড়ে আহত হয়েছেন।

বাবুল বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে রাতে বিভিন্ন সময়ে পাগলা শিয়াল হানা দেয়। এ সময় কিরণপাড়া গ্রামের হাতিম আলীর স্ত্রী বতাই বিবি (৪৫), ভুলন মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০) ও কুশিউড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী জরিনা বেগমসহ (৪৫) অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন বলেন, “শিয়াল বা কুকুর কামড় দিলে হাসপাতালে এসে ভ্যাক্সিন নিতে হবে।”

উপজেলা হাসপাতালে এই ব্যবস্থা না থাকলেও উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে এসব ভ্যাক্সিন রয়েছে বলে জানান তিনি।