ব্রিটিশ হাই কমিশনার সিলেটবাসীর আতিথেয়তার প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে তার মুগ্ধতার কথা জানান।
Published : 24 Aug 2023, 10:32 PM
সিলেট সিটি করপোরেশনের বর্তমান ও নবনির্বাচিত দুই মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।
বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পাঠানটুলাস্থ বাসভবনে সাক্ষাতকালে ব্রিটেন ও সিলেটের নানা বিষয়ে নিয়ে আলোচনা হয় বলে মেয়রের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
মিডিয়া সেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে সারাহ কুক গ্লোবাল ওয়ার্মিং নিয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য ব্রিটিশ সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও নবনির্বাচিত মেয়রকে আশ্বস্ত করেন কুক। সেইসঙ্গে ব্রিটিশ বাংলাদেশিদের নিয়ে আনোয়ারুজ্জামানের বিভিন্ন পদক্ষেপ এবং পরিকল্পনার কথা শুনে প্রশংসা করেন তিনি।
সারাহ কুক সিলেটবাসীর আতিথেয়তার প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথা জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও। এখানে আসার পর সবার আন্তরিকতা এবং সিলেটের সৌন্দর্যে আমি মুগ্ধ, উচ্ছ্বসিত।
পরে নবনির্বাচিত মেয়রের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনারকে সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গেও বৈঠক করেছেন সারাহ কুক।
করপোরেশনটির জনসংযোগ শাখা জানায়, সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাক্ষাতে পর্যটন, শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিবিষয়ক উন্নয়ন নিয়ে দুজনের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। সারাহ কুক সিলেট সিটি করপোরেশনের সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়ন প্রকল্প বিষয়ে আলোচনা করেন। দুই দেশের ‘সিস্টার সিটিগুলোর’ মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন হবে বলেও আশা করেন তারা।
বৈঠকে আরিফুল হক চৌধুরী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।