বিঘাপ্রতি জমি চাষ করতে ৩০০ টাকা বেশি দিচ্ছেন কৃষকরা।
পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে ডুবে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নূরুল ইসলাম নামে এই শ্রমিক মারা যান বলে সদর থানার পরিদর্শক আব্দুল লতিফ মিয়া জানান।
নূরুল উপজেলার কাজীপাড়া এলাকার সাখওয়াত আলীর ছেলে।
পরিদর্শক স্থানীয়দের বরাতে জানান, নূরুল অন্য শ্রমিকদের সঙ্গে প্রতিদিনের মত বাড়ির পাশে চাওয়াই নদীতে পাথর তুলতে যান। পাথর তোলার সরঞ্জাম নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় তলিয়ে যান নূরুল। সঙ্গীরা তাকে পানির নিচ থেকে তুলে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে থানায়। তবে ‘পরিবারের আবেদনে’ ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক আব্দুল লতিফ মিয়া।