নাফ নদীর সীমান্তে দুই কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার, একজন গ্রেপ্তার

বিজিবি জানায়, নৌকা থেকে ক্রিস্টাল মেথ ছাড়াও কফি ও নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 11:42 AM
Updated : 26 March 2023, 11:42 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর সীমান্ত থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। 

শনিবার গভীর রাত ৩টার দিকে উপজেলার দমদমিয়া সংলগ্ন নাফ নদীর বরইতলী পয়েন্টে এ অভিযান চালানো হয়ে বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। 

গ্রেপ্তার মাহমুদ উল্লাহ (৪২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার বরইতলীর বাসিন্দা। 

মহিউদ্দীন আহমেদ জানান, বরইতলী পয়েন্ট দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। মিয়ানমার দিক থেকে কাঠের নৌকা চালিয়ে এক ব্যক্তি নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করছিলেন। নৌকাটি নদীর কিনারার কাছাকাছি পৌঁছালে বিজিবি তাকে আটক করে। 

"আটক ব্যক্তির স্বীকারোক্তিতে নৌকার ভেতরে মাছ ধরার জালের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ছিল ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এ ছাড়া ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল উদ্ধার করা হয়েছে।"  

অভিযানে মাদক ছাড়া উদ্ধার করা অন্য মালামালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।  

টেকনাফ থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।