বাসায় ফেরার পথে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় পৌঁছালে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন সড়কে পড়ে যান।
Published : 26 Jan 2024, 09:48 AM
বরিশাল নগরীর রূপাতলী এলাকায় রডবাহী ট্রাকের চাপায় স্কুটি চালক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন স্কুটি আরোহী নারী।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানিয়েছেন।
নিহত জুবায়ের রহমান আদনান (৪০) গাজীপুরের পশ্চিম বরুলিয়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের বিপরীতে মুড অন নামের একটি রেস্তোরার ব্যবস্থাপক।
আহত মেহনাজ জাহান মৌমি (২৯) ওই রেস্তোরা মালিক ও বরিশাল নগরীর ফরেষ্টার বাড়ি বাদামতলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৌমির বরাতে পরিদর্শক আমাননুল্লাহ আল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেস্তোরা থেকে স্কুটিতে বরিশাল নগরীর বাসায় ফিরছিলেন তারা। পথে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন সড়কে পড়ে যান । এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন তারা।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেডিকেলে আনার পর চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। আহত মৌমি হাসপাতালে চিকিৎসাধীন।”
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক হাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক আমানুল্লাহ।
হাফিজুর খুলনার দৌলতপুর কালিবাড়ি এলাকার ভাড়াটিয়া ও পিরোজপুরের কাউখালী উপজেলার মুক্তারকাঠি প্যাদার বাড়ির মৃত রুস্তম আলীর ছেলে।
এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।