সিনিয়র সচিবের পদমর্যাদায় উন্নীত হওয়ার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি।
Published : 15 Oct 2023, 12:28 PM
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা দৃঢ় হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
সিনিয়র সচিবের পদমর্যাদায় উন্নীত হওয়ার পর সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, “বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও চমৎকারভাবে হয়েছে। আগামী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার মত যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুইপমেন্ট ও লজিস্টিক সাপোর্ট পুলিশের আছে।
“সারাদেশেই আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে।”
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: