বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে কুপিয়ে জখমের ঘটনায় তিনজন গ্রেপ্তার

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2023, 09:18 AM
Updated : 25 Jan 2023, 09:18 AM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে দুই ছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলীম সালেহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রিয়াজ উদ্দিন মোল্লা এবং অর্থনীতি বিভাগের শামীম সিকদার। 

মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১৮ নম্বর কক্ষে ঢুকে দুজনকে কুপিয়ে এবং একজনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ।

এ ঘটনায় গুরুতর আহত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত একং লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জি এম ফাহাদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় সিফাত বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।  

বুধবার সকালে ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে এ ঘটনা ঘটেছে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে। বাকিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।”  

মামলার বাদী সিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার তিনজনের ছাত্রত্ব নেই। তারা পাশ করে বেরিয়ে গেছেন।”

আরও পড়ুন:

Also Read: বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে শিক্ষার্থীদের কুপিয়েছে হেলমেটধারীরা