রাস্তায় ৫ সন্তানের বৃদ্ধা জননী, উদ্ধার করে বাড়ি পাঠাল পুলিশ

সন্তানদের কেউ ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এই বৃদ্ধা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন বলে পুলিশের ভাষ্য।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2023, 12:39 PM
Updated : 26 Jan 2023, 12:39 PM

বাড়ি থেকে বের হয়ে আসা পাঁচ সন্তানের সত্তরোর্ধ্ব এক জননীকে উদ্ধার করে আবার বাড়ি ফিরিয়েছে এবং ছেলেদের কাছ থেকে ভরণপোষণের অঙ্গীকার নিয়েছে পুলিশ।

উলিপুর থানার এসআই মশিউর রহমান জানান, বুধবার রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তায় পড়ে থাকা দেলজান বেওয়াকে (৭৫) উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

দেলজান বেওয়া কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামের প্রয়াত মজিবর রহমানের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছেন।

সন্তানদের কেউ ভরণপোষণের দায়িত্ব না নেওয়ায় এই বৃদ্ধা বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন বলে পুলিশের ভাষ্য।

এসআই মশিউর রহমান জানান, বুধবার রাত ৮টার দিকে হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে বাঁধের রাস্তায় প্রচণ্ড শীতে দেলজান বেওয়াকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন স্থানীয় লোকজন।

“সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধা মাকে উদ্ধার করে তার বাড়ি পৌঁছে দেয় এবং উলিপুর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে সন্তানদের ডেকে নেয়।”

পুলিশের সামনে বৃদ্ধার চার ছেলে ও এক মেয়ে তাদের মায়ের ভরণপোষণের অঙ্গীকার করলে পুলিশ বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে বলে এসআই মশিউর জানান।