হাসেম ফুডে অগ্নিকাণ্ড: মালিক ও তার ছেলেদের বাদ দিয়েই বিচার শুরু

অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানায় সিআইডি।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2023, 01:17 PM
Updated : 21 Nov 2023, 01:17 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে ৫৪ জন নিহতের ঘটনায় মালিক ও চার ছেলেকে বাদ দিয়ে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।  

মঙ্গলবার নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী মোহসীনের আদালতে অভিযোগপত্র গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয় বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

তিনি বলেন, সোমবার শুনানি হয়; পরে মঙ্গলবার সকালে আদালত অভিযোগপত্র গ্রহণ করে।

এর আগে ১৭ অক্টোবর অভিযোগপত্রে মালিক ও ছেলেদের বাদ দেওয়ায় নারাজি দেয় ভুক্তভোগী তিনটি পরিবার। আদালত এ ব্যাপারে অধিকতর শুনানির জন্য ২০ নভেম্বর তারিখ রেখেছিল।

ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী সোহেল আজাদ।

তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের অবহেলায় ৫৪ জন প্রাণ হারিয়েছেন। অভিযোগপত্র থেকে মালিকের নাম বাদ দেওয়া হয়েছে। আমার মক্কেলরা এর বিরুদ্ধে আপিল করলে আদালত তা নামঞ্জুর করে দেন।”

বাদী পক্ষের আইনজীবী আরও বলেন, “আমরা ন্যায়বিচার পাইনি কারণ প্রতিপক্ষরা প্রভাবশালী, ধনকুবের। এমনকি কোর্ট ইন্সপেক্টরও আদালতে ভিকটিম পরিবারের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা উচ্চ আদালতে যাব।”

এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোকসেদুর রহমান জানান, তার আগেও তিনজন কর্মকর্তা এই মামলাটি তদন্ত করেছেন। সবকিছু মিলিয়ে তিনি অভিযোগপত্র তৈরি করেছেন।

তিনি বলেন, “হাসেম ফুড লিমিটেডের মালিক ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে।”

তবে এই অভিযোগপত্রে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও বৈদ্যুতিক) ওমর ফারুক এবং কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক নেছার উদ্দিন ও সৈকত মাহমুদ।

৩ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা সিআইডি৷ এ বিষয়ে ১১ সেপ্টেম্বর শুনানি হলে আদালত ওইদিন অভিযোগপত্র গ্রহণ না করে ১৬ অক্টোবরের তারিখ ধার্য করেন।

২০২১ সালের ৮ জুলাই বিকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানার ৫৪ জন কর্মচারী ও শ্রমিক মারা যান৷ মৃতদের মধ্যে অনেকেই ছিলেন শিশু৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাসেম ফুড লিমিটেডের মালিক আবুল হাশেম ও তার চার ছেলেসহ আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে৷

ঘটনার দুই বছরেরও বেশি সময় পর তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোকছেদুর রহমান আদালতে অভিযোগপত্র দেন৷

অভিযোগপত্রে কোম্পানির মালিক ও তার চার ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি উল্লেখ করে তাদের অব্যাহতি দেওয়া হয়৷

১৩ পৃষ্ঠার ওই অভিযোগপত্রে কারখানার মূল নকশা না মানা, শর্ত ভঙ্গ করে অন্য পণ্য উৎপাদন, অনুমতি ছাড়া কারখানা সম্প্রসারণ, অগ্নিনির্বাপণে পর্যাপ্ত ব্যবস্থা না রাখাসহ নানা ধরনের অনিয়ম পাওয়ার কথা উল্লেখ করেছে সিআইডি।

অভিযোগপত্রে কারখানার চার কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দুই পরিদর্শককে আসামি করা হয়েছে।

আরও পড়ুন-

Also Read: হাসেম ফুডে অগ্নিকাণ্ড: অভিযোগপত্রের বিরুদ্ধে নিহতদের পরিবারের নারাজি

Also Read: হাসেম ফুডে আগুন: ফের তল্লাশিতে মাথার খুলি, হাড় উদ্ধার

Also Read: হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: ২১ জনের লাশ নিল পরিবার

Also Read: হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: ‘আইএলও কনভেনশন’ অনুযায়ী ক্ষতিপূরণ দাবি

Also Read: অবহেলায় আরও একটি নরককুণ্ড, অর্ধশত লাশ 

Also Read: হাসেম ফুডসে অগ্নিকাণ্ড: শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট