জেলার বাকি দুটি আসনের একটিতে আওয়ামী লীগ এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
Published : 07 Jan 2024, 10:42 PM
পিরোজপুরের তিনটি আসনের মধ্যে দুটিতে স্বতন্ত্র এবং একটিতে আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন।
রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান তিনটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠী) আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ জয়ী হয়েছেন। তিনি ঈগল প্রতীকে ৯৯ হাজার ৭২৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেপি প্রধান আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৭০ হাজার ৩৩৩ ভোট। মঞ্জু আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় নৌকা প্রতীক নিয়ে ভোট করেছিলেন।
পিরোজপুর-১ (সদর-ইন্দুরকানী-নাজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শ ম রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়াল ঈগল প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪৮৭ ভোট।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী কলার ছড়ি প্রতীকে মো. শামিম শাহ নেওয়াজ ৬২ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজী ঈগল প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।