কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাতদিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।
Published : 17 Jun 2023, 09:52 AM
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার রাতে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে মাহমুদুল আলম বাবুকে অব্যাহতি ও দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলানিউজের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বুধবার তার উপর ‘দুষ্কৃতকারীরা’ হামলা করে।
পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে মূলহোতা হিসেবে চেয়ারম্যান বাবুর নাম উঠে আসে। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে।
কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা সাতদিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বলেন, “সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতা হিসেবে তার নাম শোনা যাচ্ছে, এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। তাই বাবুকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি এলাকায় গোলাম রব্বানী নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায় একদল হামলাকারী।
রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইদিনই রাত ১২টায় সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
নাদিমের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
নাদিম হত্যাকারীরা ‘চিহ্নিত’, গ্রেপ্তার ১০: জামালপুরের এসপি
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সাংবাদিক নাদিম হত্যাকাণ্ড
নাদিমের খুনিদের গ্রেপ্তারে রাজপথে সাংবাদিকরা
পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় সাংবাদিক নাদিম
জামালপুরে নাদিম হত্যার নেপথ্যে ‘ইউপি চেয়ারম্যানের সংবাদ প্রকাশ’
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যায় ৪ জন আটক