গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর বন থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

পুলিশ বলছে, লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2023, 01:49 PM
Updated : 16 April 2023, 01:49 PM

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের পাঁচদিন পর বন থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মিয়া জানান।

৭৫ বছর বয়সী নিহত আব্দুল বারেক ওই ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই মিন্টু মিয়া জানান, গত মঙ্গলবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন আব্দুল বারেক। সন্ধ্যায় বাড়ি না ফেরায় ছেলেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পাঁচদিন পর রোববার স্থানীয়দের মাধ্যমে গজারি বনের ভেতরে অজ্ঞাত লাশ পড়ে থাকার খবরে বারেকের ছেলে রফিকুল ইসলাম গিয়ে তার বাবার লাশ শনাক্ত করেন।

বৃদ্ধের লাশের পাশেই একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে জানিয়ে এসআই মিন্টু আরও বলেন, ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ গভীর জঙ্গলে গিয়ে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতালে মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই মিন্টু।