Published : 15 Nov 2023, 05:47 PM
রাঙামাটি সদরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মচারী প্রাণ হারিয়েছেন।
বুধবার সকালে শহরের চম্পকনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন জানান।
নিহত মো. আইয়ুব হেলাল (৩৫) রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তিনি বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।
নির্বাহী প্রকৌশলী জালাল বলেন, ভোর থেকে চম্পকনগর এলাকায় বিদ্যুৎ ছিল না। সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ বিতরণ থেকে একটি দল ট্রান্সফরমারের কাজ করে সরবরাহ লাইন স্বাভাবিক করতে যান।
লাইনটি ঠিক করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন হেলাল। কাজ করার এক পর্যায়ে খুঁটি থেকে পড়ে যান তিনি। অন্য সহযোগীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের জন্য বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন পাঠানো হয়েছে বলে জানান প্রকৌশলী জালাল।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।