বিজয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টার দিকে আয়নাল ও আশরাফুল কারখানার সামনে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন।
Published : 16 Dec 2023, 12:33 PM
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গীর পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহতরা হলেন, নির্মাণাধীন কারখানাটির নিরাপত্তা প্রহরী আয়নাল (৩৫) ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল (৪৫)।
আয়নাল নওগাঁ জেলার নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন।
আশরাফুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
ওসি মোস্তাফিজুর জানান, বিজয় দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টার দিকে আয়নাল ও আশরাফুল কারখানার সামনে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন।
লোহার রড দিয়ে জাতীয় পতাকা টানানোর সময় অসাবধানতাবশত রডটি পাশের বিদ্যুতের তারে লেগে যায়। এতে আয়নাল ও আশরাফুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
কারখানার অন্যরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মৃতদেহের সুরতহাল করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।