সমাজকল্যাণ মন্ত্রীর পাশাপাশি ছোট ভাইও মনোনয়ন নিলেন

আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 03:18 PM
Updated : 20 Nov 2023, 03:18 PM

লালমনিরহাট-২ আসন থেকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাশাপাশি তার ছোট ভাই মাহাবুবজ্জামান আহমেদও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব কালীগঞ্জ উপজেলা পরিষদেরও চেয়ারম্যান।

শনিবার নুরুজ্জামান আহম্মেদের পক্ষে তার ছেলে এবং পরদিন রোববার মাহাবুবজ্জামান আহম্মেদ গুলিস্থানের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

একই পরিবার থেকে আপন দুই সহোদর আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করায় ভোটারদের মধ্যে কৌতুহল দেখা দিয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝেও মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জ্বল হোসেন বলেন, “সমাজকল্যাণ মন্ত্রী এই আসনে দলকে সুসংগঠিত করে এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। এখানে অন্য যারাই মনোনয়ন ফরম সংগ্রহ করুক না কেন দলীয় সভাপতি নুরুজ্জামান আহম্মেদকেই মনোনয়ন দেবেন বলে আমরা বিশ্বাস করি।”

মাহাবুবজ্জামান আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরেই আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। সে কারণেই নৌকা মার্কার মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি, দলীয় সভাপতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কা দেবেন।”

কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে লালমনিরহাট-২ আসন। নুরুজ্জামান আহমেদ সংসদ সদস্য হওয়ার আগে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একাধিকবার।

তবে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি। ২০১৪ সালে প্রথম সংসদ সদস্য হন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই মাহবুবজ্জামান আহমেদও তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ দুজনের বাইরে সোমবার পর্যন্ত লালমনিরহাট-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আদিতমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল হক, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা।