বরিশাল সদর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে রোগী আহত

তিন রোগীর মধ্যে দুই জনের মাথায় ও একজনের ঘাড়ে পলেস্তারা পড়ায় ফুলে উঠেছে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2023, 09:31 AM
Updated : 22 March 2023, 09:31 AM

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসকের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে তিন রোগী আহত হয়েছেন। 

বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার মির্জা লুৎফর রহমান। 

নিজে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া এই চিকিৎসক জানান, আহতদের মধ্যে সুমাইয়া (২২) নামে রোগী বেশি আঘাত পেয়েছেন। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের ১ নম্বর ভবনের ১৮ নম্বর কক্ষে তিনি রোগী দেখছিলেন। বেলা ১২টার দিকে কক্ষে তিনজন রোগী ছিল। হঠাৎ করে ছাদের এক অংশের পলেস্তারা খসে পড়ে। 

“এতে তিন রোগীর মধ্যে দুই জনের মাথায় ও একজনের ঘাড়ে পলেস্তারা পড়ে। তাতে আঘাতের স্থান ফুলে উঠলেও কেউ রক্তাক্ত জখম হয়নি। তবে সুমাইয়ার মাথায় একটু বেশি আঘাত পেয়েছে। তার মাথা ফুলে রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।” 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কুমার বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছে। এতে চিকিৎসকের কিছু হয়নি। তবে একজন রোগী আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।” 

তিনি বলেন, “হাসপাতালের ১ নম্বর ভবনটির বয়স ১০০ বছরের বেশি হয়েছে। ভবনটি মেরামত করে দেওয়ার জন্য একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।”