শুক্রবার ও শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭ দশমিক ৫ ডিগ্রি ও ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
Published : 09 Apr 2023, 06:57 PM
রাজশাহীর উপর বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনের তাপমাত্রা আরও বেড়েছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রোববার বিকাল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দমমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ও শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ৩৭ দশমিক ৫ ডিগ্রি ও ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা, খুলনা, বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবদুস সালাম জানান, গত বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর টানা তিন দিন তাপমাত্রা বাড়ছে। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ছে তা ১৭ এপ্রিলের আগে কমার সম্ভাবনা নেই।
এদিকে, তাপপ্রবাহে মানুষের হাঁসফাঁস অবস্থা। প্রখর রোদের মধ্যে বাইরে বের বের হচ্ছে ছাতা নিয়ে। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে।
নগরের সাহেববাজার এলাকায় ভ্যানে করে তরমুজ বিক্রি করছিলেন হোসেন আলী। তীব্র গরমে আজ তার তরমুজ বিক্রি বেড়েছে।
হোসেন আলী বলেন, গরম বেড়ে যাওয়ায় তরমুজ বিক্রি বেড়েছে। এভাবে গরম বাড়তে থাকলে তরমুজের বিক্রি আরও বাড়বে। তবে এমন অবস্থায় মানুষের বাইরে বের হওয়াও কঠিন হয়ে পড়বে বলে তিনি মনে করেন।
নগরের অলকার মোড় এলাকার রিকশা চালক আমজাদ হোসেন বলেন, তিন/চার দিন ধরে প্রচুর রোদ। রোদ থেকে একটু রেহাই পেতে রিকশায় ছাতা বেঁধে নিয়েছেন।
আরও পড়ুন-
রাজশাহীতে বইছে মৃদু তাপপ্রবাহ, গরমে হাসফাঁস