রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায় তাপপ্রবাহ বইছে।
Published : 05 Apr 2023, 07:46 PM
চৈত্রের শেষ সপ্তাহে দুদিন ধরে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কয়েকটি জেলায়, তা আরও দুদিন থাকার পূর্বাভাস রয়েছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, “মঙ্গলবার রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা- এ তিন জেলায় তাপপ্রবাহ বিরাজ করছে। আরও দুই-তিন দিন তা অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রা কমার আভাস রয়েছে।”
আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবারও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারি বর্ষণের ফলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ মাসে তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং এক-দুই দিন তীব্র কালবৈশাখী হওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।