সাতক্ষীরায় কালিন্দী নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সীমান্তের এই নদীতে ডুবে যাওয়ার সময় এই বৃদ্ধ বাঁচাতে চিৎকার করলেও ‘বিএসএফের ভয়ে’ উদ্ধারে কেউ এগিয়ে আসেনি বলে স্থানীয়দের ভাষ্য।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2022, 05:45 PM
Updated : 11 August 2022, 05:45 PM

সাতক্ষীরার কালিগঞ্জে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক জেলের মরদেহ দুদিন পর উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কালিন্দী নদীর চরে তার মরদেহ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলু গাজী (৬৫) কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের প্রয়াত ফকির গাজীর ছেলে।

নিহতের ছেলে মাহমুদ হোসেন জানান, কালিন্দী নদীর চরে বড় কিছু একটা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

কালিগঞ্জ থানার এসআই আশিষ কুমার ঘোষ জানান, স্থানীয়রা লাশটি দেখে তাদের জানিয়েছে। লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দাফনও হয়েছে।

মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফজলু গাজী মঙ্গলবার ভোরে মাছের পোনা ধরতে বের হন। কালিন্দী নদীতে নিজের নৌকায় ওঠার সময় নৌকাটি ঠেলা দিয়ে নদীতে ভাসিয়ে দিলেও নিজে উঠতে পারেনি এবং তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে যান।

স্থানীয়দের বরাতে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, ওই সময় তিনি বাঁচানোর জন্য চিৎকার করলেও সীমান্ত নদী হওয়ায় ‘বিএসএফের ভয়ে’ তাকে উদ্ধারে কেউ এগিয়ে আসেনি বলে স্থানীয়রা জানান।

আরও পড়ুন:

কালিন্দী নদীতে ২ দিন ধরে নিখোঁজ জেলে, নৌকা উদ্ধার