কালিন্দী নদীতে ২ দিন ধরে নিখোঁজ জেলে, নৌকা উদ্ধার

তিনি যে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেটি উদ্ধার হয়েছে বলে জানায় বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2022, 06:47 PM
Updated : 10 August 2022, 06:47 PM

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছের পোনা ধরতে গিয়ে এক বৃদ্ধ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার সকালে মাছের পোনা ধরতে গিয়ে নৌকাসহ নিখোঁজ হন উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ফজলু গাজী (৬৫)।

তবে তিনি যে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সেটি উদ্ধার হয়েছে বলে জানায় বিজিবি।

স্থানীয়দের বরাতে মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, ফজলু গাজী মঙ্গলবার সকালে প্রতিদিনের মত ভোরে মাছের পোনা ধরার জন্য কালিন্দী নদীতে নিজের নৌকা নিয়ে যান।

এসময় তিনি ঠেলা দিয়ে নৌকা নদীতে ভাসিয়ে দিলেও তা আর থামাতে পারেননি; সঙ্গে নিজেকেও সামলাতে না পেরে খরস্রোতে ভেসে যান। সীমান্ত নদী হওয়ায় বিএসএফ এর ভয়ে তাকে উদ্ধারে কেউ নদীতে কেউ নামেনি বলে তিনি জানান।

চেয়ারম্যান আ. হাকিম আরও জানান, বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে কালিন্দী নদীর ভারত পাড়ের হিঙ্গলগঞ্জ থেকে উদ্ধার হওয়া ফজলু গাজীর নৌকাটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে দুইপাড়েই নিখোঁজ জেলের সন্ধানে অভিযান চালছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন, “ফজলু গাজী মূলত মৃগি রোগী ছিলেন; এভাবে নদীতে নামাটা তার উচিত ছিল না। তাকে উদ্ধারে দেবহাটার কুলিয়ার ইছামতি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিজিবির দৃষ্টি আছে।”