হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, সুজিতকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
Published : 20 Aug 2023, 04:17 PM
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের চিৎলা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গার হাপানিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান।
নিহত সুজিত বিশ্বাস (২৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের রতন বিশ্বাসের ছেলে।
এসআই মিজানুর জানান, আলমসাধুটি চুয়াডাঙ্গার দিক থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। পথে দ্রুতগামী ট্রাকটি আলমসাধুটির পেছনে এসে ধাক্কা দেয়।
এতে আলমসাধু থেকে ছিটকে নিচে পড়ে যান চালক সুজিত বিশ্বাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূরজাহান রুমি জানান, সুজিত বিশ্বাসকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, নিহতের লাশ হাসপাতালেরে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।