মালিকরা নিতে না আসায় ৫-১০ বছর ধরে থানা চত্বরে এগুলো পড়ে রয়েছে।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে পাট কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে কাজিপুরে যমুনা নদীর পূর্বে চরে এ ঘটনা ঘটে বলে উপজেলার মাইজবাড়ি ইউপি সদস্য আব্দুস সালাম জানান।
নিহতরা হলেন, মাইজবাড়ি চরের জিলু সরকারের ছেলে মনছের সরকার (৬২) ও মোকছেদ আলীর ছেলে নুরুজ্জামান সেখ (৫২)।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, “দুপুরে বৃষ্টির মধ্যে ওই দুই কৃষক ক্ষেতে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”
নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত জানান।