আগুন নিয়ন্ত্রণে আসলেও কারাখানার বিভিন্ন স্থানে এখনো আগুন জ্বলছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
Published : 01 Feb 2023, 11:50 AM
বাগেরহাটের মোংলা ইপিজেড এলাকায় একটি ব্যাগ কারখানায় আগুন ১৯ ঘণ্টায়ও পুরোপুরি নেভানো যায়নি।
ব্যাগ তৈরির কাঁচামাল ও দাহ্য পদার্থের কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের ১১টি ইউনিট কাজ করছে সেখানে।
বুধবার সকালে বাহিনীটির বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, “আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন স্থানে এখনো আগুন আছে। পুরোপুরি নেভাতে কত সময় লাগতে পারে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ‘ভিআইপি ইন্ডাস্ট্রিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের কারখানাটিতে আগুন লাগে। ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লাগার ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।
ঘটনার সময় কারখানাটিতে ৭০০ থেকে ৮০০ শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ঘটনায় মঙ্গলবার রাতে মোংলা থানার জিডি করেছেন ভিআইপি ইন্ডাস্ট্রিসের সহকারী ব্যবস্থাপক আশীষ কুমার কর্মকার।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, “সেখানকার কাঁচামালের গুদাম থেকে আগুন ছড়ায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লাগেজ তৈরির পলিথিন, ফোম, বিভিন্ন রাসায়নিক আঠা, ফেব্রিক ও অন্যান্য পলিথিন জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, লাগেজ তৈরির কাঁচামালসহ রপ্তানির জন্য কয়েক হাজার তৈরি লাগেজ ছিল কারখানায়, সেগুলো সব পুড়ে গেছে।