মুন্সীগঞ্জের সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যায় মোল্লাকান্দি ইউনিয়নের পুরা বাজারে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খাঁন।
নিহত ২২ বছর বয়সী তুহিন সরকার মঙ্গলবার ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান।
তুহিন বড় মোল্লাকান্দি গ্রামের কৃষক আলমগীর সরকারের ছেলে।
এই নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ফের সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
খায়রুল হাসান জানান, ওই বিরোধের জেরে গত ২৪ জানুয়ারি কল্পনার পক্ষের একজনকে কুপিয়ে ও গুলি করে আহত করার অভিযোগ ওঠে রিপন হোসেনের ছোট ভাই শিপন পাটোয়ারীর বিরুদ্ধে।
ওই ঘটনায় কল্পনার পক্ষ থেকে শিপন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ জানুয়ারি রিপন হোসেনের ছোট ভাই শিপন পাটোয়ারী প্রতিপক্ষ কল্পনার পক্ষের জিয়া সরদারকে (৪৫) তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করেছে।
খায়রুল হাসান জানান, সোমবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি পুরা ডিসি উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পথে তুহিন সরকারকে তুলে নিয়ে একদল লোক বেধড়ক মারধর করে।
মুন্সীগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক কামাল হোসেন প্রধান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আহত অবস্থায় তুহিনকে হাসপাতাল ভর্তি করা হয়। তার শরীরে আঘাত ও মাথার পেছনে জখমের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
ইউপি চেয়ারম্যান রিপন হোসেন বলেন, “তুহিন আমার পক্ষে কাজ করায় কল্পনার লোকজন তার উপর ক্ষুব্ধ ছিল। সুযোগ পেয়ে কল্পনার পক্ষের একদল লোক তুহিনকে তুলে নিয়ে পিটিয়ে আধমরা করে ফেলে যায়।”
অভিযোগ অস্বীকার করে মহসিনা হক কল্পনা বলেন, “ওই যুবক সব সময় অস্ত্র নিয়ে চলা ফেরা করত। শুনেছি কোনো এক অনুষ্ঠানে গিয়ে ঝামেলা করেছে সে। তখন কংশপুরার কিছু ছেলে তাকে মারধর করেছে। এখানে পূর্ব বিরোধের কোনও বিষয় নেই।”
প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান সাবেক এই চেয়ারম্যান।
মঙ্গলবার সন্ধ্যায় ওসি রাজিব খাঁন বলেন, তুহিনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সেখানে মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেননি বলে জানিয়েছেন ওসি।