রেলওয়ে পুলিশ জানায়, অরক্ষিত রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কুতুবের চক এলাকায় এ ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আহমেদ জানান।
নিহত ৩৩ বছর বয়সি বিনয় পাল নবীগঞ্জ উপজেলার বড় সাকুয়া গ্রামের বিরেন্দ্র পালের ছেলে।
স্থানীয়দের বরাতে মীর সাব্বির বলেন, সকালে রেললাইন পার হচ্ছিলেন বিনয় পাল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় বলে তিনি জানান।