স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৬২ আসনে; আর গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন।
Published : 08 Jan 2024, 09:00 PM
দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে কারা বসবে সেটা জানতে কিছু সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের মোটরস্ট্যান্ডে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রোববার ২৯৯ আসনে অনুষ্ঠিত ভোটে ২২২টি আসন পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করার পথে রয়েছে আওয়ামী লীগ।
দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা; তারা জিতেছেন মোট ৬২ আসনে। আর গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি পেয়েছে ১১ আসন।
এই অবস্থায় বিরোধী দলে কারা বসবে আলোচনার মধ্যে সোমবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, বিষয়টি নতুন প্রধানমন্ত্রী ঠিক করবেন।
তবে দুপুরে গণভবনে ভারতীয় এক সাংবাদিকের একই বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আপনি আমাকে বিরোধীদলের জন্য একটি রাজনৈতিক দল সংগঠন করতে বলেন, আপনি যদি চান আমি করে দিতে পারি। কিন্তু সেটাতো সত্যিকারের বিরোধী দল হবে না, তাই না?”
কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে তৃতীয়বারের মত সংসদ সদস্য হওয়ার পর নির্বাচনি এলাকায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বেরিয়ে আইনমন্ত্রী আনিসুল হককেও সাংবাদিকদের কাছ থেকে আগামী সংসদে বিরোধী দলের বিষয়ে প্রশ্ন শুনতে হয়।
এ সময় উত্তরে তিনি বলেন, “স্বতন্ত্র যারা জয়লাভ করেছেন, তাদের অবস্থান কী- সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার হবে; তারা নিজেরা জোট করবেন নাকি আলাদা থাকবেন- সেটি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত বিরোধী দল কে, কাকে বলা হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে।”
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক তাকজিল খলিফাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।