“ঘূর্ণিঝড় হামুনের আঘাতে পৌরসভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ১ নম্বর ওয়ার্ড।”
Published : 25 Oct 2023, 07:55 PM
ঘূর্ণিঝড় ‘হামুনের’ তাণ্ডবে কক্সবাজার পৌরসভায় ‘অন্তত ১৫ হাজার’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে; যার মধ্যে পুরোপুরি বিধ্বস্ত ‘সাড়ে পাঁচ হাজার’।
বুধবার বিকাল ৪টায় কক্সবাজারের পৌর মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “ঘূর্ণিঝড় হামুনের আঘাতে পৌরসভার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ১ নম্বর ওয়ার্ড। যেখানে সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া, মোস্তাকপাড়া, ফদনার ডেইল, নাজিরারটেক এলাকার প্রায় সব ঘরবাড়ির কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
“এ ছাড়া নুনিয়ারছড়া, কলাতলি ও পেশকার পাড়া এলাকায় ঘরবাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
পৌর কাউন্সিলররা তালিকা তৈরি করেছেন; বেশি ক্ষতিগ্রস্ত কয়েকশ পরিবারকে সন্ধ্যার মধ্যে টিন ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
পৌর মেয়র আরও বলেন, এখন পর্যন্ত জেলা-উপজেলার বিভিন্ন সড়ক চলাচল উপযোগী করে তোলা হয়েছে।
এ ছাড়া ঘূর্ণিঝড় আঘাতের ২৪ ঘণ্টা পরেও কক্সবাজারে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড় হামুন চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করার শুরুর দিকেই ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা এবং কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি ভেঙে পড়েছে।
৮০ কিলোমিটার গতিবেগে আঘাত হানলেও এক পর্যায়ে ঝড়ের গতিবেগ শত কিলোমিটার ছাড়িয়ে যায়। কক্সবাজারে রাত ৮টায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ১০৪ কিলোমিটার পর্যন্ত রেকর্ড হয় বলে জানায় আবহাওয়া কার্যালয়।
আরও পড়ুন:
ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কক্সবাজার, এখনও বিদ্যুৎহীন, ‘যোগাযোগ বিচ্ছিন্ন’
ঘূর্ণিঝড় হামুন: বিদ্যুৎবিহীন কক্সবাজার