বিএফইউজের সভাপতি বলেন, “চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখী হচ্ছে।”
Published : 25 Oct 2023, 07:00 PM
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে র্যাগিংয়ের খবর সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলায় জড়িত দুই চিকিৎসককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার সকালে নগরীর সদর রোডে বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সাংবাদিকরা।
এ সময় সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, “চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে। এজন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখী হচ্ছে।
“ছাত্রী র্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে এই দুর্বৃত্তরাই। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে।”
সাংবাদিকদের ওপর হামলা করে রেহাই পাওয়া যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহসভাপতি আফরোজা আক্তার পিউ, যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক সুভাষ দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও হামলার শিকার ফিরোজ মোস্তফা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]