ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই বাস দুটি পুড়ে যায়।
Published : 04 Dec 2023, 12:19 AM
বিএনপির ডাকা অবরোধের মধ্যে নাটোরে দাঁড় করিয়ে রাখা দুটো বাস পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি নাছিম আহমেদ জানান।
তিনি বলেন, “ভিআইপি হোটেলের পাশে রাখা সামি জনি এবং রাজকীয় পরিবহনের বাস দুটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটিতে দাউ দাউ করে জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।”
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই বাস দুটি পুড়ে যায়।
ওসি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে সড়কের পাশে থেমে থাকা বাস দুটিতে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপির ডাকে নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোবাবর সকালে, যা মঙ্গলবার সকালে শেষ হবে।
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকেই দফায় দফায় হরতাল ও অবরোধ দিয়ে আসছে দলটি। এসব কর্মসূচির মধ্যে প্রতিদিনই কোথাও না কোথাও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।