নামাজের পর সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
Published : 31 Mar 2025, 10:16 AM
বাগেরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে রোজার ঈদ। জেলায় ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ পড়তে ঢল নেমেছিল মানুষের।
সোমবার সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল-সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার মুসলমান।
এ মসজিদে সকাল সোয়া ৮টায় দ্বিতীয় ও ৯টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজের পর সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
নামাজ শেষে জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম বলেন, “বাগেরহাটবাসী দলমত নির্বিশেষে সকলে মিলে নামাজ আদায় করেছি। সবাই মিলে একসঙ্গে থেকে যেন বাগেরহাটকে এগিয়ে নিতে পারি মহান আল্লাহর কাছে সে দোয়া করেছি।”
তিনি আরও বলেন, “আজ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঐক্যবদ্ধভাবে খুশির ঈদ উদযাপন করছি, আগামীতে দেশে যে নির্বাচন হবে তাও হবে উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে। ওই নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে সেই প্রত্যাশা বিএনপির।”
ষাটগম্বুজ মসজিদ ছাড়াও ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদ, কোর্ট মসজিদ, শহরের আলিয়া মাদ্রাসা, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদসহ বাগেরহাটে সহস্রাধিক ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।