“নিহতের থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
Published : 05 Mar 2025, 04:03 PM
মুন্সীগঞ্জেরর সিরাজদিখান উপজেলায় রাস্তার পাশ থেকে ব্যাটারি চালিত ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের রাজানগর গ্রামে লাশটি পাওয়া যায় বলে মুন্সীগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান।
নিহত আবু তাহের (৪০) রাজানগর গ্রামের আলম চাঁন মাদবরের ছেলে।
নিহতের বোন আঁখি বেগম বলেন, “মঙ্গলবার রাত ৯টার দিকে ভাই খাবার খেয়ে গাড়ি ছাড়া একাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। এরপর তাকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে ভোরে কাঁচা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। সেখানে গিয়ে লাশ শনাক্ত শনাক্ত করি।”
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমরান বলেন, “মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের থুতনিসহ কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে হত্যা নাকি দুর্ঘটনা তা বলা যাবে।”
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।