নিখোঁজ লোকমানের পরিবার, নৌ-বাহিনী, নৌপুলিশ ও কোস্ট গার্ড আলাদা আলাদাভাবে দিনভর পশুর নদে নজরদারি করছিল।
Published : 03 Nov 2024, 01:47 PM
সুন্দরবনের পশুর নদে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ তরুণের মরদেহ ৩০ ঘণ্টা পরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সুন্দরবনের তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির ওসি সনিট কুমার গায়েন।
মারা যাওয়া লোকমান সরদার ওরফে বুলবুলের (১৮) বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামে।
শুক্রবার রাতে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কাছে প্রবল ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে বুলবুল নিখোঁজ হন। একই সময়ে ওই এলাকায় দুটি পণ্যবাহি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি সনিট কুমার গায়েন বলেন, এই ঘটনায় লোকমানের পরিবার খুলনার দাকোপ থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার দুপুর থেকে কোস্ট গার্ডের একটি ডুবুরি দল লোকমানকে উদ্ধারে অভিযান শুরু করে। তবে পশুর নদে প্রবল স্রোত থাকায় অভিযান ব্যাহত হয়।
ওসি আরও বলেন, নিখোঁজ লোকমানের পরিবার, নৌ-বাহিনী, নৌপুলিশ ও কোস্ট গার্ড আলাদা আলাদাভাবে দিনভর পশুর নদে নজরদারি করছিল। পরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে যেখানে ডিঙি নৌকাটি ডুবে গিয়েছিল ওই এলাকায় ভাসমান অবস্থায় লোকমানের মরদেহটি পাওয়া গেছে।
মরদেহটি উদ্ধার করে তিলডাঙা নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নৌপুলিশের এ কর্মকর্তা।
পুরানো খবর
প্রবল ঢেউয়ে পশুর নদে ২ কার্গোর সংঘর্ষ, ডিঙি ডুবে জেলে নিখোঁজ