মধ্যরাতের দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছে পৃথক এ দুটি দূর্ঘটনা ঘটে।
Published : 02 Nov 2024, 07:32 PM
প্রবল ঢেউয়ে সুন্দরবনের পশুর নদে দুটি পণ্যবাহী কার্গোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
কাছাকাছি সময়ে প্রবল ঢেউয়ের তোড়ে একই স্থানে মাছ ধরার ডিঙ্গি নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার মধ্যরাতের দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছে পৃথক এ দুটি দূর্ঘটনা ঘটে বলে তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির ওসি সনিট কুমার গায়েন জানান।
নিখোঁজ লোকমান সরদার ওরফে বুলবুল (১৮) খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামের বাসিন্দা।
নিখোঁজের ঘটনায় লোকমানের নানা ফারুক সরদার দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি।
ওসি সনিট কুমার গায়েন বলেন, কয়লা বোঝাই কার্গো এমভি মিজানের সঙ্গে এলপিজি সিলিন্ডার বোঝাই এমভি এমটি ইরা স্টারের মুখোমুখি সংঘর্ষ হয়। নদীতে প্রবল ঢেউ থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো দুটি সংঘর্ষে লিপ্ত হয়।
এতে এমভি মিজানের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কার্গো দুটিতে থাকা নাবিকের কিছু হয়নি। তারা নিরাপদে রয়েছেন। নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছে।
এদিকে নিখোঁজ লোকমানের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, একই সময়ে ওই নদ দিয়ে সুন্দরবনে মাছ শিকার করে দুটি ডিঙি নৌকায় বাড়ি ফিরছিলেন ফারুক সরদার, ইমরান সরদার, রুবেল সরদার ও লোকমান সরদার।
হঠাৎ প্রবল ঢেউয়ে রুবেল ও লোকমানের ডিঙি নৌকাটি ডুবে যায়। রুবেল সাঁতরে ডাঙায় উঠতে পারলেও লোকমান আর উঠতে পারেনি। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
পশুর নদ এখন উত্তাল রয়েছে। এই নদে এতো বেশি ঢেউ আর স্রোত যে এখানে উদ্ধার অভিযান চালানো অনেক দুরূহ ব্যাপার বলে জানান ওসি।