নারায়ণগঞ্জে শিশুকে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।
Published : 05 Apr 2024, 08:10 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের পরদিন ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শিশুটিকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।
নিহত সাকিব সিকদার (১০) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার দিপু সিকদারের ছেলে। দুই সপ্তাহ আগে মায়ের সঙ্গে আড়াইহাজারে নানা বাড়িতে বেড়াতে এসেছিল সে।
ওসি আহসান উল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে সাকিবকে তার মা পাশের বাজারে পাঠান। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় সাকিবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয় বলে জানান তিনি।
ওই শিশুকে হত্যার পর লাশ ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ওসি আহসান বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকাল ৫টা পর্যন্ত কোনো মামলা হয়নি; তবে লাশ দাফনের পর স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন ওসি।