প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।
Published : 30 Apr 2024, 10:01 PM
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় আর চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা কথা জানানো হয়।
উপজেলা ভোট: বিএনপির আরও ৩ নেতা বহিষ্কৃত
বহিষ্কৃতরা হলেন- ঢাকার কেরাণীগঞ্জ বিএনপির সহ-সভাপতি সাবিরা বেগম, সুনামগঞ্জের শাল্লা বিএনপির যুগ্ম সম্পাদক হাজিরুল ইসলাম আজহার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং যুবদলের সদস্য সাইফুর রহমান।
উপজেলায় ভোটে এসে বিএনপির পদ হারালেন ৭৩ নেতা
উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানো নেতার বহিষ্কারাদেশ তুলল বিএনপি
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই কারণে শুক্রবার সারাদেশে ৭৩ জন নেতাকে বহিষ্কার করা হয়। পরদিন বহিষ্কার করা হয় আরও তিনজনকে। তবে মনোনয়ন প্রত্যাহার করায় রোববার একজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সবমিলিয়ে মঙ্গলবার পর্যন্ত পদ খোয়ালেন ৭৯ জন নেতা।