এ বিষয়ে চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।
Published : 30 Dec 2024, 07:25 PM
গাজীপুরে কোনাবাড়িতে বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কেয়া নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।
সোমবার সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে কারখানা এলাকায় বিক্ষোভ শুরু করে। বিকালে কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেওয়ার পর সাড়ে ৪টার দিকে শ্রমিকরা গিয়ে কোনাবাড়ি ফ্লাইওভার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাখানেক পর মালিকপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্ততায় মহাসড়ক ছাড়েন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত কয়েকদিন ধরে জরুন এলাকায় কেয়া নিট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা নভেম্বর বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছেন।
সোমবার সকাল থেকেও কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় কারখানা বন্ধের নোটিস পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি এলাকায় পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নভেম্বর মাসের বেতন ভাতা ও কারখানা বন্ধের প্রতিবাদে কেয়া গ্রুপের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের অনুরোধ জানানো হয়। জানুয়ারির ১২ তারিখ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে যান শ্রমিকরা।
এ বিষয়ে চেষ্টা করেও কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।