হরিণের মাংস কিনতে গিয়ে ধরা পড়ল ২ জন, শিকারির পলায়ন

১২ কেজি হরিণের মাংস জব্দ করে পুলিশ। 

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2023, 09:53 AM
Updated : 13 March 2023, 09:53 AM

বাগেরহাটের মোংলায় স্থানীয়দের হাতে ধরা পড়লেন হরিণের মাংসের দুই ক্রেতা। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ সময় মাংস ফেলে পালিয়ে যান দুই চোরা শিকারি। 

সোমবার সকাল ১০টার দিকে শহরতলীর নারকেলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মোংলা থানার এসআই মো. মিরাজ জানান। 

ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংসও জব্দ করে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হাসান ও চাঁদপাই ইউনিয়নের কাদের ওই এলাকায় হরিণের মাংস বিক্রি করতে আসেন।

এ সময় স্থানীয় সাদ্দাম হোসেন (৩২) এবং বেল্লাল শরীফ (৩০) ৭০০ টাকা দরে দুই কেজি করে মাংস কিনতে যান।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য হারুন মল্লিকসহ গ্রামবাসী ছুটে গেলে বিক্রেতা হাসান ও কাদের মাংস ফেলে মোটরসাইকেলে পালিয়ে যান। এলাকাবাসীর হাতে আটক হন দুই ক্রেতা। 

বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১২ কেজি হরিণের মাংস জব্দ করে। এ সময় স্থানীয়রা আটক সাদ্দাম ও বেল্লালকে পুলিশের হাতে তুলে দেন। 

উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারকেলতলা আবাসনের বাসিন্দা সাদ্দাম পেশায় রাজমিস্ত্রী। পেশায় ভ্যান চালক বেল্লাল একই এলাকার বাসিন্দা। 

এসআই মিরাজ আরও বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর জব্দ মাংসসহ আটকদের আদালতে পাঠানো হবে।”