ধুনটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ

ধুনটের ওই ছাত্রলীগ নেতা আরেক স্কুলছাত্রীকে অপহরণের মামলারও আসামি।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 06:55 PM
Updated : 8 August 2022, 06:55 PM

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে।

সোমবার দুপুরে ওই তরুণী (৩০)অপহৃত হওয়ার পর রাতে তার বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানিয়েছেন।

আবু সালেহ স্বপন (৩০) ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবু কাশেমের ছেলে।

অভিযোগের বিষয়ে কথা বলতে স্বপনের মোবাইল ফোনে কল করা হলেও তা বন্ধ পাওয়া যাচ্ছে। তার বাড়িতে কেউ মুখ খুলতে চাচ্ছেন না।

ধুনট সদরপাড়া এলাকার বাসিন্দা ওই তরুণীর বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ব্যবসার কাজে বগুড়ায় অবস্থান করছিলাম। বাড়িতে গিয়ে জানতে পারি, আমার মেয়েকে জোর করে নিয়ে উধাও হয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।”

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ওই কলেজছাত্রীর এক চাচাত ভাই সন্ধ্যায় স্বপনের বিরুদ্ধে তার বোনকে তুলে নিয়ে যাওয়ার মৌখিক অভিযোগ করেন।রাতে ওই ছাত্রীর বাবা স্বপনসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

পুলিশ ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, ২০২০ সালের ২০ অক্টোবর ধুনটের চুনিয়াপাড়ার এক স্কুলছাত্রী অপহরণ মামলায়ও স্বপন আসামি।