বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটটির সংস্কার কাজ চলছিল।
Published : 12 Sep 2024, 11:50 PM
Xবন্ধ থাকার তিন দিনের মাথায় আংশিক উৎপাদন শুরু করেছে কয়লাভিত্তিক দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র।
বন্ধ থাকা তিনটি ইউনিটের মধ্যে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিটে এক নম্বর ইউনিটটি চালু করা হয়েছে এবং জাতীয় গ্রিডে উৎপাদিত ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান।
বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে এক নম্বর ইউনিটটির সংস্কার কাজ চলছিল। ফলে ৭ সেপ্টেম্বর থেকে এটি বন্ধই ছিল। দুই নম্বরটি ২০২০ সাল থেকে বন্ধ। আর গত সোমবার বড় ধরনের ত্রুটির কারণে তৃতীয়টিও বন্ধ হয়ে যায়। ফলে বড়পুকুরিয়া থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল না।
প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বলেন, “এক নম্বর ইউনিট মেরামত কাজ শেষে বৃহস্পতিবার রাত ৮টা ৩২ মিনিটে বিদ্যুৎ উৎপাদনে যায়। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।”
এ সময় তিনি বলেন, “ইলেক্ট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প সচল করতে না পারলে সোমবার বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তিন নম্বর ইউনিট চালু করা সম্ভব না। তবে যত দ্রুত সম্ভব চীন থেকে যন্ত্রাংশ এনে এই ইউনিট সচল করার চেষ্টা চলছে।”