জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
Published : 13 Dec 2024, 07:00 PM
শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার সকালে জামালপুর জেলার মেলান্দহ থানার আমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১৪ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
গ্রেপ্তার মো. রঞ্জু মিয়া (৩৩) শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে। তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আব্দুল হাই বলেন, “গত ২ ডিসেম্বর সকালে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনা সদস্য ওয়াসিম আকরামকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। পরে পরিবারের লোকজন তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কার্যক্রম গ্রহণ করে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনা সদস্য হত্যা মামলার পলাতক প্রধান আসামি রঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।