স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 12 Apr 2025, 10:49 PM
ভোলার বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে ঘটনাটির বিষয়ে জেনেছেন বলে ভোলার এসপি মুহাম্মদ শরীফুল হক জানান।
যার বিরুদ্ধে অভিযোগ সেই ওমর কাজী (৩০) পলাতক আছেন।
এসএসসি পরীক্ষার্থীর অভিযোগ, বৃহস্পতিবার প্রথম পরীক্ষা দিয়ে দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে সে। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। তখন প্রতিবেশী ওমর কাজী এসে তার মুখ চেপে ধরে জোর করে বাগানে নিয়ে যান। চিৎকার দিতে চাইলে ওমর তাকে মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে ধর্ষণ করেন।
ওই শিক্ষার্থীর মা ও বড় ভাই অভিযোগ করেন, ধর্ষণের শিকার হয়ে ঘরে এসে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে। রাতেই এ ঘটনা স্থানীয়দের জানাতে যাওয়ার সময় মেয়েটির মায়ের গলায় গামছা পেঁচিয়ে হত্যাচেষ্টা করে ওই যুবকের পরিবার।
এ ঘটনা কাউকে জানালে মেয়েটির পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে যুবকের পরিবারের বিরুদ্ধে।
তবে স্থানীয়রা পুলিশকে জানিয়ে মেয়েটিকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ভোলা সদর হাসপাতালে পাঠায়।
ওই হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের জ্যেষ্ঠ স্টাফ নার্স বেবি নাজনীন বলেন, এসএসসি পরীক্ষার্থীকে শনিবার ভোরে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম বলেন, “স্বাস্থ্য পরীক্ষা শেষে ধর্ষণের বিষয়টি জানা যাবে।”
বোরহানউদ্দিন থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বলেন, বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগটি তিনি জেনেছেন।