নারায়ণগঞ্জে বিক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় চার কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে জানায় পুলিশ।
Published : 11 Jun 2024, 06:19 PM
মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় বিক্ষোভের সময় মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।
শিল্প পুলিশ-৪, নারায়ণগঞ্জের পরিদর্শক সেলিম বাদশা জানান, টোটাল ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা মে মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। কারখানার সামনে শুরু হওয়া বিক্ষোভটি পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে পড়ে।
পরে কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বুধবারের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন বলে জানান তিনি।
শ্রমিকরা জানান, মাসের শুরুর দিকে বকেয়া পরিশোধের কথা থাকলেও এখন পর্যন্ত তা করেননি কারখানা মালিক। তাই তারা ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভে নামেন।
একদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক।