প্রথমে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে; পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Published : 06 Jan 2024, 12:02 PM
কক্সবাজারের রামু সদরে একটি বৌদ্ধ বিহারের সিঁড়ি আগুনে পুড়ে গেছে।
আগুনের সূত্রপাতের কারণ, এটি নাশকতা না-কি নিছক দুর্ঘটনা তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, শুক্রবার গভীর রাতে উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
তাহের বলেন, “চেরাংঘাটায় রাখাইন সম্প্রদায়ের উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে আগুন দেখে বিহারের ভেতরে থাকা লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে রামু ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুনে বৌদ্ধ বিহারের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
এ পুলিশ কর্মকর্তা বলেন, “আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা এখনও নিশ্চিত না। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনা তদন্ত করা হচ্ছে।”
বিশৃঙ্খলা এড়াতে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে বলে জানান তিনি।