তবে কোন জাতের সাপ তাকে কামড় দিয়েছে তা বলতে পারেনি পরিবারের সদস্যরা।
Published : 01 Nov 2024, 02:51 PM
মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি হুমায়ুন কবীর।
নিহত ফরহাদ শিকদার (৩৮) কালকিনি উপজেলার জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।
তবে কোন জাতের সাপ তাকে কামড় দিয়েছে তা বলতে পারেনি পরিবারের সদস্যরা।
নিহতের ভাই সোহেল রানা বলেন, “বৃহস্পতিবার বিকালে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় একটি কালো রঙের সাপ আমার ভাইকে ছোবল দেয়। সাপটিকে আমরা চিনতে পারিনি।
“প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার আশায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। কিন্তু চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।”
ওসি হুমায়ুন কবীর বলেন, সাপের কামড়ের পর ঢাকায় হাসপাতালে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এখনো অবহিত করেনি।