Published : 04 Dec 2024, 11:45 AM
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান।
একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানালেও কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিশ্চিত করেননি ওসি।
৫৫ বছরের মোহাম্মাদ আলী খোকন শিকদার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ।
ওসি শফিউদ্দিন বলেন, বুধবার মোহাম্মাদ আলী খোকন শিকদারকে গোপালগঞ্জের আদালতে হাজির করা হবে।