মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
Published : 17 Nov 2024, 04:44 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়ালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
রোববার সকালে জয়দেবপুর-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে বলে জানান টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আজিবুর হোসেন।
নিহত নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫) সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে। তিনি ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন।
এসআই আজিবুর জানান, পারিবারিক প্রয়োজনে নিতেন্দ্র শনিবার রাতে গাজীপুরে আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।