সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
Published : 16 Aug 2024, 08:52 PM
নোয়াখালীতে ফিতা নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বিনোদপুর গ্রামের নরেন্দ্র সরকার বাড়িতে এ ঘটনা ঘটে বলে সুধারাম মডেল থানার পরিদর্শক সবজেল হোসেন বলেন।
নিহত অপূর্ব দেবনাথ ওই বাড়ির বাবুল দেবনাথের ছেলে। সে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা জানান, অপূর্ব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে কুড়িয়ে পাওয়া মাথায় বাঁধার একটি বেইজ ফিতা বাড়ি নিয়ে এসেছিল। সকালে ওই ফিতা নিয়ে খেলতে দেখা যায় তাকে। সকাল ৯টা থেকে সাড়ে ৯টার কোনো এক সময়ে ঘরের কক্ষে চেয়ারে দাঁড়িয়ে জানালার গ্রিলের সঙ্গে ওই ফিতা বেঁধে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে যায় তার। এ সময় পায়ের নিচ থেকে তার চেয়ারটিও সরে যায়। ঘটনাস্থলে পরিবারের কেউ ছিল না।
কিছু সময় পর বাড়ির লোকজন এসে অপূর্বকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দিয়ে লোক জড়ো করেন। কিন্তু ততক্ষণে শিশুটি মারা যায়।
নিহতের চাচাতো ভাই সজল দেবনাথ বলেন, পুলিশের অনুমতি পেলে পারিবারিক শ্মশানে তার অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক সবজেল হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।