Published : 23 May 2024, 08:32 PM
চেক প্রতারণার মামলায় দেশের আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে টাঙ্গাইলের একটি আদালত।
দুটি মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার দুপুরে হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হকসহ পাঁচজনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন বলে আইনজীবী এম এ মালেক আদনান জানান।
অন্য আসামিরা হলেন- আদম তমিজি হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক, আরেক স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক, হক ফুডের জিএম (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. রেজাউল করিম ও সিনিয়র জিএম (বিডি অ্যান্ড লজিস্টিকস) মুশফাকুর রহমান।
বাদী পক্ষের আইনজীবী মালেক আদনান সাংবাদিকদের বলেন, ঢাকার মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান কে বি সি অ্যাগ্রো প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের সঙ্গে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা ছিল। ব্যবসায়িক লেনদেনে হক ফুড ১৯ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা বকেয়া করে।
পরে হক ফুড বকেয়া টাকা পরিশোধের জন্য কে বি সি কোম্পানিকে দুটি চেক দেয়। কিন্তু চেক দুটি ব্যাংক থেকে প্রত্যাখাত হয়।
এই অবস্থায় কে বি সি কোম্পানির পক্ষে ইমরান হোসেন (ম্যানেজার রিকোভারি) বাদী হয়ে ২০২৩ সালের ৭ ডিসেম্বর পাঁচজনকে আসামি করে আদালতে মামলা করেন।
আইনজীবী বলেন, বৃহস্পতিবার মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু আসামিরা আদালতে হাজির না হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ২১ অগাস্ট মামলার পরবর্তী দিন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
'বিস্ময়কর' আদম তমিজীকে নিয়ে কী হচ্ছ
ডিজিটাল আইনে মামলায় গ্রেপ্তার তমিজী হক